ইসরায়েলকে যুদ্ধবিরতি মানাতে বাধ্যতামূলক প্রস্তাব জারির আহ্বান আরব-ইসলামী দেশগুলোর
2024-11-12 19:51:47

নভেম্বর ১২: সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামী দেশগুলোর বিশেষ শীর্ষ সম্মেলন গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং ইসরায়েলকে যুদ্ধবিরতি মানাতে একটি বাধ্যতামূলক প্রস্তাব জারি করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়।

ওই দিন শীর্ষ সম্মেলনের শেষে এক বিবৃতিতে জা বলা হয় যে, বৈঠকে অংশগ্রহণকারী সকল দল ফিলিস্তিনি জনগণকে তাদের বৈধ ও অবিচ্ছেদ্য জাতীয় অধিকার আদায়ে দৃঢ়ভাবে সমর্থন করে, জাতিসংঘের সমস্ত প্রাসঙ্গিক প্রস্তাবগুলো দৃঢ়ভাবে বাস্তবায়ন করে, জাতিসংঘের সনদ অনুযায়ী বাধ্যতামূলক প্রস্তাবগুলো জারি করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি প্রস্তাব উত্থাপন করে, ইসরায়েলকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করার তাগিদ দেয় এবং পর্যাপ্ত মানবিক সাহায্য অবিলম্বে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দেয়। বৈঠকে অংশগ্রহণকারী সকল দল এই বছরের ১০মে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর আন্তর্জাতিক ঐকমত্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা প্রদানের একটি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছে। .

(লিলি/হাশিম/তুহিনা)