নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দশ মাসে চীনে গাড়ির উৎপাদন ও বিক্রয় দ্বিগুণ হারে বেড়েছে। সোমবার চীনের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
চীনের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গাড়ি উৎপাদন ও বিক্রয় যথাক্রমে ২৪ দশমিক ৪৬৬ মিলিয়ন এবং ২৪ দশমিক ৬২৪ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৯ শতাংশ এবং ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর মধ্যে শুধুমাত্র অক্টোবরেই গাড়ি উৎপাদন ও বিক্রয় যথাক্রমে ২ দশমিক ৯৯৬ মিলিয়ন এবং ৩ দশমিক ০৫৩ মিলিয়ন পৌঁছেছে, যা গত মাসের তুলনায় যথাক্রমে ৭ দশমিক ২ শতাংশ এবং ৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৩ দশমিক ৬ শতাংশ এবং ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই সময়ে নিউ এনার্জি ভেহিকলের উৎপাদন ও বিক্রয় যথাক্রমে ১ দশমিক ৪৬৩ মিলিয়ন এবং ১ দশমিক ৪৩ মিলিয়ন পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪৮ শতাংশ এবং ৪৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি