পিএলএ এয়ারফোর্স ফাইটার জেটে ব্যাপক অগ্রগতি
2024-11-12 19:31:33

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণকে ত্বরান্বিত করতে জে-৩৫এ ফাইটারের মতো জেটের নিবিড় পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করছে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ)।

সোমবার ছিল পিএলএ এয়ার ফোর্সের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সাম্প্রতিক বছরগুলোয় চীনের বিমানবাহিনী উন্নত গবেষণা এবং জে-৩৫এ’র মতো একাধিক নতুন ফাইটার জেটের পরীক্ষা চালিয়েছে। ক্রমাগতভাবে ফাইটার জেটের আপগ্রেডকে ত্বরান্বিত করেছে এ বাহিনী। চীনের এয়ারফোর্স আরও জানিয়েছে, এটি তাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জে-৩৫এ চীনের নতুন-প্রজন্মের মাঝারি-আকারের মাল্টি-রোল স্টিলথ ফাইটার, অ্যারোডায়নামিক, স্ট্রাকচারাল এবং স্টিলথ ডিজাইনকে একীভূত করে এবং স্টিলথ এবং কাউন্টার-স্টিলথ উভয় ধরনের অপারেশন পরিচালনার জন্য বিমানবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জে-৩৫এ-এর উন্মোচনের সময় চীনের বিমান বাহিনীর বহরে জে-২০’ও যুক্ত হয়। একই সময়ে নিজেদের তৈরি দুটি অত্যাধুনিক স্টিলথ ফাইটার পরিচালনা করার বিশ্বে এখন দ্বিতীয় অবস্থানে আছে চীন।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি