নভেম্বর ১২: চীনের জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি (এনপিসি)-র ভাইস চেয়ারম্যান উ ওয়ে হুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল, গত ১০ থেকে ১১ নভেম্বর পর্যন্ত, ত্রিনিদাদ ও টোবাগো সফর করে। সফরকালে চীনা প্রতিনিধিরা সেদেশের সিনেটের সভাপতি ডি ফ্রেইতাস এবং প্রতিনিধি পরিষদের প্রধান অ্যানিসেট জর্জের সাথে বৈঠক করেন।
বৈঠককালে চীনা প্রতিনিধিদলের প্রধান উ ওয়ে হুয়া বলেন, ত্রিনিদাদ ও টোবাগোর সাথে সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় বেইজিং। বিভিন্ন খাতে দু’দেশের বাস্তব সহযোগিতা বাড়াতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ করতে, ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতেও আগ্রহী চীন।
তিনি আরও বলেন, এনপিসি ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের সাথে আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক এবং দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী।
জবাবে ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের দুই শীর্ষ কর্মকর্তা বলেন, চীনের সাথে ঐতিহ্যিক মৈত্রী বেশ মূল্যবান। তাই, দু’দেশের মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা, বিশেষ করে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতায় অর্জিত সাফল্য খুবই জরুরি। তাদের দেশ এ নিয়ে সন্তুষ্ট।
তাঁরা আরও বলেন, ত্রিনিদাদ ও টোবাগো দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে গভীরতর করতে সচেষ্ট থাকবে। (সুবর্ণা/আলিম/রুবি)