ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
2024-11-12 19:27:33

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ।সম্প্রতি চীনা দূতাবাসে এই সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। পাশাপাশি চীনেরকৌশলগত সহযোগিতামূলক অংশীদার এই দেশ। চীন বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে সক্রিয়ভাবে সমর্থন করে । তাই বাংলাদেশের জনগণকে আরও সুবিধা প্রদান করে দেশের গ্রামীণ প্রাথমিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে যৌথভাবে ইউনেস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী।

এদিকে বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন সুজান ভাইজ।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- চীনা দূতাবাস