নভেম্বর ১২: তাইওয়ানে জার্মান কর্মকর্তাদের পরিকল্পিত সফরের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (মঙ্গলবার) এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, জার্মানিকে এক-চীন নীতি মেনে চলতে এবং ‘স্বাধীন তাইওয়ানের’ বিচ্ছিন্নতাবাদীদের ভুল সংকেত পাঠানো বন্ধ করতে আহ্বান জানিয়েছে বেইজিং।
তিনি আরো বলেন, ‘বিশ্বে শুধুমাত্র একটি চীন রয়েছে। তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। এক-চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বীকৃত আদর্শ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বজনীন ঐক্যমত। এটি চীন-জার্মানির রাজনৈতিক সম্পর্কের ভিত্তিও। আমরা জার্মানিকে এক-চীন নীতি মেনে চলা, তাইওয়ানের সাথে যে কোনো ধরনের আনুষ্ঠানিক আদান-প্রদান বন্ধ করা এবং ‘স্বাধীন তাইওয়ানের’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠানো বন্ধ করার তাগিদ দেই।
(লিলি/হাশিম/তুহিনা)