মহাকাশ স্টেশন থেকে পৃথক হলো থিয়ানচৌ-৭
2024-11-11 19:13:49

 

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে পৃথক হয়েছে কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৭। রোববার বেইজিং সময় বিকাল ৪টা ৩০ মিনিটে নভোযানটি আলাদা হওয়ার পর সেটির নিজস্ব ফ্লাইট সিস্টেম চালু হয়। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএস) এ তথ্য জানিয়েছে।

চীনের থিয়ানকং মহাকাশ কেন্দ্রে সরঞ্জামাদি পরিবহনের দায়িত্ব ছিল এই কার্গো মহাকশযানের।

চলতি বছর ১৭ জানুয়ারি চীনের দক্ষিণের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে থেকে উৎক্ষেপণ করা হয় থিয়ানচৌ-৭ কার্গোবাহক রকেট ।

 

নাহার/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভ