চীনের কৃষির উন্নয়নের সাত ক্ষেত্র নিয়ে মহাপরিকল্পনা
2024-11-10 17:13:25

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অত্যাধুনিক কৃষিকে কী করে আরও বেশি উৎপাদনশীল ও জনমুখী করা যায় সে জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে চীন সরকার। সম্প্রতি নিখুঁত পদ্ধতিতে চারা রোপণ, ডিজিটালাইজড চাষাবাদ এবং পশুসম্পদ ও মৎস্য পালনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগসহ মোট সাতটি ক্ষেত্রে প্রাধান্য দিয়ে ২০২৮ সালকে লক্ষ্য করে স্মার্ট কৃষি বিকাশের একটি মহাপরিকল্পনা তৈরি করেছে দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়।

এ পরিকল্পনার বেশিরভাগই মূলত স্মার্ট কৃষিপ্রযুক্তিকে ঘিরে। প্রধান প্রধান শস্যগুলোর নির্ভুল রোপণ পদ্ধতির প্রচার, কৃষি সরঞ্জামকে ডিজিটালাইজ করা এবং বুদ্ধিমান পশুসম্পদ প্রজনন এবং মৎস্যসম্পদ বৃদ্ধি করা এই পরিকল্পনারই অংশ।

কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের বাজার ও তথ্যায়ন বিভাগের পরিচালক ওয়াং ইয়াওচোং জানালেন, ‘আমরা স্যাটেলাইট, ড্রোন এবং গ্রাউন্ড স্ক্রিনিংয়ের সমন্বিত একটি মনিটরিং নেটওয়ার্ক সাজিয়েছি, যা কৃষি আবহাওয়া, মাটির আর্দ্রতা এবং পরিবেশগত কারণগুলো যেমন কীটপতঙ্গ এবং রোগের রিয়েলটাইম তথ্য দেবে। এটি আমাদের নিরীক্ষণ এবং কৃষি বিপর্যয়ের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে।’

চীনে প্রথমবারের মতো, স্মার্ট কৃষির জন্য জনসেবা সক্ষমতা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর জন্য, প্রাসঙ্গিক কর্তৃপক্ষ কৃষি এবং গ্রামীণ বিষয়গুলোর একটি বিগ ডেটা প্ল্যাটফর্ম তৈরি করবে এবং কম খরচে কৃষক ও কৃষি-বাণিজ্যেল ডিজিটাল রূপান্তর উন্নীত করতে বিভিন্ন মডেল ও সরঞ্জাম তৈরি করবে।

হবেই প্রদেশের সিয়োংআন Xiong'an নিউ এরিয়ায়, ফুসি ফার্মল্যান্ড নামে একটি স্মার্ট খামার চীনের বিভিন্ন শহরে চালু হচ্ছে।

বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, এখানকার প্রকৌশলীরা ২০ কিলোমিটার দূরের একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে কৃষি যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করে শস্য রোপণ পরিচালনা করছেন। একটি বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফসল সম্পর্কে রিয়েল-টাইম তথ্য।

এ খামার সংশ্লিষ্টরা জানালেন, এখানকার স্মার্ট কৃষি যন্ত্রগুলো পূর্বনির্ধারিত রুট অনুসরণ করে। এগুলো বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে কাজ করে।

বিগ ডেটার ওপর ভিত্তি করে বানানো মডেলের মাধ্যমে বীজ বপন ও চারা রোপণের পাশাপাশি ফুসি খামারে উদ্ভিদের প্রজনন দক্ষতাও বেড়েছে।

ফয়সল/শান্তা

তথ্য: সিসিটিভি, ছবি: সিজিটিএন