নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: শুধু লেখালেখি, ছবি তৈরি বা এনিমেশন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কাজ করছে মহাকাশ গবেষণাতেও। পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো এমন একটি স্যাটেলাইট পাঠিয়েছে চীন, যে স্যাটেলাইটে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কক্ষপথে থাকা স্যাটেলাইটের কাজ হলো পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে নিজে থেকেই নানা তথ্য পাঠানো। এরই মধ্যে স্যাটেলাইটটির লার্জ মডেলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন এর নির্মাতা প্রতিষ্ঠান এডিএ স্পেস-এর গবেষকরা।
একেকটি স্যালোইটের কাজ একেক রকম। কোনোটি ছবি তোলে, আবহাওয়ার তথ্য সংগ্রহ করে, কোনোটি পাঠায় রেডিও সংকেত। এসব তথ্যের ওপর ভিত্তি করে গ্রাউন্ড স্টেশন থেকেও নির্দেশনা পাঠাতে হয় স্যাটেলাইটে। কিন্তু এবার কক্ষপথে প্রথমবারের মতো ঘুরতে শুরু করেছে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্যাটেলাইট। যা নিজে থেকেই নানা ধরনের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করে পাঠাবে পৃথিবীতে।
গত ২৪ সেপ্টেম্বর পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইইয়াং উপকূলীয় শহরের ভাসমান একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্মার্ট ড্রাগন-২ ক্যারিয়ার রকেটে করে পাঠানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন স্যাটেলাইটটিতে আছে লার্জ –মডেল এআই, যার কাজ হলো ভূমি থেকে নির্দেশনা ছাড়াই পৃথিবীতে তথ্য পাঠানো। অর্থাৎ স্যাটেলাইটটি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করছে।
এডিএ স্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াং লেই জানালেন, “স্যাটেলাইটটির রিমোর্ট সেন্সিং ডেটার পরিমাণ তুলনামূলক বেশি। লার্জ মডেল এআই’র মাধ্যমে এটি একসঙ্গে একাধিক কাজ করছে। যেমন—কোনো লক্ষ্য শনাক্ত করা, ভৌগলিক বৈশিষ্ট্য নিরূপণ এবং কোনো অঞ্চলকে ঘিরে পূর্বাভাস দেওয়া। এ ধরনের স্যাটেলাইটের তথ্য থেকে আমরা খনিজ সম্পদ আবিষ্কার এবং নগর পরিকল্পনার কাজও দ্রুত করতে পারবো।
এর আগে এমন এআই স্যাটেলাইট পাঠানো হয়নি কক্ষপথে। তাই স্যাটেলাইটটি যেন ঠিকঠাক কাজ করে সেটা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল এডিএ স্পেসের গবেষকদের জন্য।
ওয়াং লেই আরও জানালেন, ‘মহাকাশের তুলনায় মাটিতে শক্তি, বিল্ডিং কাঠামো, তাপমাত্রা, আর্দ্রতা, ওজন এবং অন্যান্য বিষয়গুলি নিয়ন্ত্রণ করা সহজ। স্যাটেলাইটটির জন্য উপযুক্ত বোর্ড, মাইক্রোচিপ, ইউনিট ইন্টারফেস, এবং প্রোটোকল সংযোজন করার কাজগুলো প্রযুক্তিগত দিক দিয়ে বেশ চ্যালেঞ্জের ছিল।’
এ ধরনের এআই স্যাটেলাইট কক্ষপথে নিয়ে যাওয়ার পর, চীনা গবেষণা দলটির সামনের লক্ষ্য এখন আরও বড়। এআই স্যাটেলাইট ব্যবহার করে নক্ষত্র গণনা করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা। ২০৩০ সালের মধ্যে ২৮০০টি কম্পিউটিং স্যাটেলাইট সমন্বিত একটি "মোবাইল" নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি