নভেম্বর ১০: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার ‘রাশিয়া-উত্তর কোরিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ অনুমোদন করেছেন।
এই বছরের ১৯ জুন, পুতিন এবং কোরিয়ার ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি এবং স্টেট কাউন্সিলের চেয়ারম্যান কিম জং উন পিয়ংইয়ংয়ে ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’তে স্বাক্ষর করেন। রাশিয়ান স্টেট ডুমা (সংসদের নিম্নকক্ষ) ২৪ অক্টোবর চুক্তিটি গ্রহণ করে এবং রাশিয়ান ফেডারেশন কাউন্সিল (সংসদের উচ্চকক্ষ) ৬ নভেম্বর চুক্তিটি অনুমোদন করে।
চুক্তিতে বলা হয়েছে যে উভয়পক্ষ তাদের জাতীয় আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা, পারস্পরিক জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখবে এবং বিকাশ করবে। উভয়পক্ষ যুদ্ধ প্রতিরোধ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি যৌথ কার্যকলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে সম্মত হয়েছে।
‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ অনুসমর্থনের চিঠি বিনিময়ের তারিখে কার্যকর হবে।
(স্বর্ণা/হাশিম/লিলি)