থিয়েনচৌ-৭ কার্গো মহাকাশযান সফলভাবে মহাকাশ স্টেশন কমপ্লেক্স থেকে বিচ্ছিন্ন হয়েছে
2024-11-10 18:48:06

নভেম্বর ১০: থিয়েনচৌ-৭ কার্গো মহাকাশযানটি আজ (রোববার) বিকেল সাড়ে চারটা সফলভাবে স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং স্বাধীন ফ্লাইট পর্যায়ে প্রবেশ করেছে। এটি শিগগির বায়ুমণ্ডলে নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশ করবে।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানায়, থিয়েনচৌ-৭ কার্গো মহাকাশযানের বেশিরভাগ উপাদান বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় ধ্বংস হয়ে যাবে এবং অল্প পরিমাণ ধ্বংসাবশেষ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বনির্ধারিত নিরাপদ জলে পড়বে।

এই বছরের ১৭ জানুয়ারি রাত ২২টা ২৭ মিনিটে থিয়েনচৌ-৭ কার্গো মহাকাশযানটি সফলভাবে চীনের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং মহাকাশে সফলভাবে স্পেসস্টেশন থিয়েনহ্য কোর মডিউলের পিছনের দিকে ডক করে।

(লিলি/হাশিম/তুহিনা)