নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী সভায় বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীল বৃদ্ধির লক্ষ্যে নীতিগত পদক্ষেপ এবং প্রবীণ পরিচর্যা পরিষেবাগুলোর সংস্কার ও উন্নয়ন আরও গভীর করা নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবারের এ সভায় সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বৈঠকে অর্থনীতির ক্রমাগত পুনরুদ্ধারে শক্তিশালী সমর্থন প্রদানের জন্য বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল বৃদ্ধির উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে আর্থিক সহায়তা বৃদ্ধি, বিনিময় হারের ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করতেও বলা হয়। পাশাপাশি, ক্ষুদ্র ব্যবসার জন্য নীতি সহায়তা সংক্রান্ত ঋণের সম্পূর্ণ ব্যবহার এবং আন্তঃসীমান্ত বাণিজ্য নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।
আন্তঃসীমান্ত ই-কমার্সের উন্নয়ন, স্মার্ট লজিস্টিক প্ল্যাটফর্ম স্থাপন, সবুজ বাণিজ্য, সীমান্ত অঞ্চলে বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি ও সেইসঙ্গে পারস্পরিক ভিসামুক্ত চুক্তি স্বাক্ষরের বিষয়ে আরও দেশকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানানো হয় বৈঠকে।
লি ছিয়াংয়ের সভাপতিত্বে শুক্রবারের বৈঠকে চীনের প্রাথমিক প্রবীণ যত্ন-পরিষেবা এবং কর্মীদের প্রশিক্ষণ এবং একা বসবাসকারী বয়স্কদের খাবার ও পরিচ্ছন্নতা সংক্রান্ত পরিষেবাগুলো শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিজিটিএন