আগামী বছরের জন্য আরও শক্তিশালী নীতির পরিকল্পনা চীনের অর্থ মন্ত্রণালয়ের
2024-11-09 21:04:57

নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থ মন্ত্রণালয় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছরের জন্য সক্রিয়ভাবে নীতি প্রণয়ন করছে। শুক্রবার এমনটা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ল্যান ফোআন।

 শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 মন্ত্রী বলেন, ‘রিয়েল এস্টেট বাজারের সুস্থ বিকাশকে সমর্থন করার লক্ষ্যে প্রাসঙ্গিক কর নীতিগুলো পদ্ধতি অনুসারে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়িত হবে।

এসময় তিনি আরও বলেন, পতিত জমির পুনর্ব্যবহার, জমির মজুত বৃদ্ধি , সাশ্রয়ী মূল্যের আবাসনে রূপান্তরিত করা এবং বাণিজ্যিক আবাসন অধিগ্রহণের জন্য বন্ড সংক্রান্ত নীতির সুনির্দিষ্ট বিষয়গুলো অধ্যয়ন ও প্রণয়ন করে এ সবের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সহযোগিতা করছে অর্থ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় আগামী বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শক্তিশালী রাজস্ব নীতি প্রবর্তন করবে বলেও জানান ল্যান।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি