চীনের ৫৬টি হারিয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন এবং শিল্পকর্ম ইতালি থেকে মাতৃভূমিতে ফিরে এসেছে
2024-11-09 19:12:15

নভেম্বর ৯: চীনের ৫৬টি হারিয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন এবং শিল্পকর্ম সম্প্রতি ইতালি থেকে মাতৃভূমি চীনে ফিরে এসেছে।
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ২০২২ সালের অক্টোবর মাস এবং ২০২৪ সালের এপ্রিল মাসে কারাবিনিয়ারি ফর দ্য প্রোটেকশন অব কালচারাল হেরিটেজ চীনকে যথাক্রমে তাদের জব্দ করা ৩টি এবং ৫৩টি সন্দেহভাজন চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষের বিষয়ে অবহিত করে। বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং আইনি বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন ইতালিকে বিশদ মূল্যায়ন মতামত এবং আইনি ভিত্তি সংক্রান্ত প্রতিবেদন প্রদান করে এবং আনুষ্ঠানিকভাবে ইতালীয় সরকারকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিদর্শনগুলো ফেরত পাঠানোর অনুরোধ জানায়। ফলে ইতালি উপরের সাংস্কৃতিক নিদর্শন এবং শিল্পকর্ম ফেরত দিয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন যে, এসব সাংস্কৃতিক নিদর্শন এবং শিল্পকর্ম প্রধানত চীনের কান, ছিংহাই, শায়ানসি এবং অন্যান্য অঞ্চল থেকে পাওয়া সাংস্কৃতিক নিদর্শন হওয়া উচিত এবং এগুলোর উচ্চ ঐতিহাসিক, শৈল্পিক এবং বৈজ্ঞানিক মূল্য রয়েছে। তাদের মধ্যে, নবপ্রস্তর যুগের মাচিয়াইয়াও সংস্কৃতি রঙিন মাটির বাসন চীনা সভ্যতার উৎপত্তি এবং প্রাথমিক বিকাশ অধ্যয়নের জন্য সরাসরি উপাদান তথ্য প্রদান করে। হান রাজবংশ এবং থাং রাজবংশের মৃৎপাত্রের মূর্তি এবং ইউয়ান রাজবংশের মৃৎপাত্র তখনকার সমাজের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং উন্মুক্ততা ও সহনশীলতার বাস্তব প্রমাণ প্রদান করেছে।

জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন জানায় যে, ইতালীয় সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সাথে ফেরত আসা সাংস্কৃতিক নিদর্শনের সুরক্ষা, পুনরুদ্ধার, গবেষণা এবং প্রদর্শন নিয়ে ফলো-আপ সহযোগিতা করবে, সাংস্কৃতিক অবশেষগুলোকে সেতু হিসেবে ব্যবহার করবে এবং চীনা এবং ইতালীয় সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা বেগবান করবে।

(লিলি/হাশিম/তুহিনা)