নভেম্বর ৯: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন গতকাল (শুক্রবার) বলেছেন যে, ইইউ রাশিয়ান সরবরাহের পরিবর্তে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার বিষয় বিবেচনা করতে পারে।
ভন ডার লেইন শুক্রবার শেষ হওয়া ইইউ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন যে, ইইউ এখনও রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে। ‘কেন আমরা কম দামের আমেরিকান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস দিয়ে প্রতিস্থাপন করব না, এটা কি আমাদের শক্তির দাম কমিয়ে দেবে?’ তিনি আরো বলেন, পরের বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবার দায়িত্ব নেওয়ার পরে এই পদ্ধতিটি একটি বাণিজ্য কৌশল হতে পারে, যা ইইউ গ্রহণ করতে পারে ।
(লিলি/হাশিম/তুহিনা)