নভেম্বর ৯: চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ, ফ্রান্সে চীন বাণিজ্য প্রচার কাউন্সিল, ফ্রান্সে চীনা শিল্প ও বাণিজ্য চেম্বারসহ ৮টি চীনা কোম্পানি গত বৃহস্পতিবার প্যারিসে ‘চীনা কোম্পানির ফ্রান্সে সামাজিক দায়বদ্ধতা পূর্ণের প্রতিবেদন’ প্রকাশ করেছে। এটি ফ্রান্সে চীনা কোম্পানি প্রথমবারের মত সামাজিক দায়বদ্ধতা প্রতিবেদন প্রকাশ। এতে সততা ও আইনি ব্যবস্থাপনা, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর কার্যক্রম ও ফলাফল প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দু’দেশের কোম্পানি ‘সহনির্মাণ, ভাগাভাগি ও পারস্পরিক সুবিধার’ নীতি অনুসারে শিল্প সহযোগিতা গভীরতর করেছে, পারমাণবিক শক্তি, বিমান চালনা, কৃষি ইত্যাদি ঐতিহ্যবাহী বাণিজ্য ক্ষেত্র থেকে সবুজ রূপান্তর, বৈজ্ঞানিক উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি উদীয়মান ক্ষেত্র পর্যন্ত দু’দেশ অনেক সহযোগিতা ও ফলাফল অর্জন করেছে।
এতে বলা হয়, ফ্রান্সে চীনা কোম্পানিগুলো সবুজ উন্নয়নের ধারণা ব্যবসায়িক ক্রিয়াকলাপে একীভূত করে বাস্তব ও ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে দেশটির সবুজ রূপান্তরকে সমর্থন করে। একই সঙ্গে ফ্রান্সে চীনা কোম্পানিগুলোর উন্নয়ন ফলাফল তাদের কর্মচারী, সম্প্রদায়ের সদস্য, জনসাধারণকে উপকৃত করেছে, চীনা কোম্পানি ও ফরাসি জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের সেতু তৈরি করেছে।
জাতিসংঘের সাবেক উপ-মহাসচিব, ফ্রান্সের জ্বালানি অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিস লালনদে বলেন, এই প্রতিবেদন চীনা কোম্পানির ফ্রান্সের টেকসই উন্নয়নের ধারণা তাদের মূল ব্যবসায়িক কৌশলগুলোর সঙ্গে একীভূত করার চেষ্টা ও অর্জন প্রদর্শন করা হয়। এটাও আস্থা গড়ে তোলা, অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)