আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা বিতর্ক সমাধান করতে ইচ্ছুক গ্রিক ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
2024-11-09 18:47:12

নভেম্বর ৯: গ্রিক পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল (শুক্রবার) এথেন্সে বৈঠক করেছেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারা আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা বিতর্ক সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন।

জেরাপেট্রাইটিস বলেন, গ্রিস ও তুরস্ক স্বীকার করেছে যে, মতভেদ দূর করা এখনও কঠিন, তবে দু’দেশ আলোচনার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করবে। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার ভিত্তিতে দু’দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চান।

ফিদান বলেন, দু’পক্ষ বিভিন্ন ক্ষেত্রের কল্যাণমূলক সহযোগিতা জোরদার করবে, অব্যাহত সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার উপায় খুঁজবে। তিনি বলেন, দু’দেশের সম্পর্ক ‘ইতিবাচক দিকে উন্নয়ন হচ্ছে’, দু’দেশ পরস্পরকে সম্মান করতে পারে এবং পার্থক্য থাকলেও অভিন্ন স্বার্থ খুঁজতে পারে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)