নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গেছে। তারা গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চায়না সাউদার্ন এয়ারলাইনসে ঢাকা ছেড়েছেন।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে গেলেন বিএনপির নেতারা।
১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।
চীন সফরে যাওয়া বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান (রিপন)। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও বিএনপির মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা।
নাহার/ফয়সল