ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ কাজে দৃঢ় সহায়তা চালিয়ে যাবে চীন
2024-11-08 19:57:26

নভেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বুধবার ইউএনআরডব্লিউএ বা ফিলিস্তিনিদের জন্য  জাতিসংঘ রিলিফ ওয়ার্কস এজেন্সির  ত্রাণকাজের প্রতি তার দেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং ইউএনআরডব্লিউএকে দমন করার জন্য ইসরায়েলের পদ্ধতিগত পদক্ষেপের বিষয়ে গুরুতর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছেন।

ফু ছোং জাতিসংঘের সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক সভায় ইউএনআর ডব্লিউ ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থায় বক্তব্য রাখেন। 

ফু জোর দিয়ে বলেন ইউএনআরডব্লিউএ এই অঞ্চলে মানবিক সহায়তার মেরুদণ্ড যা, গাজার দুই মিলিয়ন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করছে। ইউএনআরডব্লিউএ-কে সহায়তা প্রদানে বাধা দেওয়ার কারণে গাজার জনগণের ক্ষুধা, রোগ এবং দুর্ভোগ বৃদ্ধি পাবে। 

তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

ফু বলেন গাজায় অবিলম্বে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য চাপ প্রয়োগে অগ্রাধিকার দিতে হবে। তিনি জানান, চীন এই লক্ষ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদকে সমর্থন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একত্রে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাবে।

২৮ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট  ইউএন আর ডব্লিউ এ-কে দেশে কাজ করা থেকে নিষিদ্ধ করার জন্য দুটি আইন পাস করেছে এবং এজেন্সির সঙ্গে  ইসরায়েলি কর্তৃপক্ষের  যেকোনো যোগাযোগ নিষিদ্ধ করেছে।

শান্তা/ফয়সল