নভেম্বর ৮: জাতিসংঘের পরিবেশ কার্যক্রম সংস্থা গতকাল (বৃহস্পিতবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বৈশ্বিক জলবায়ু খাতে অর্থের চাহিদা ও প্রাপ্তির মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। এ খাতে অর্থায়নের গতি বাড়ছে, তবে তা চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।
রিপোর্টে বলা হয়, গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প স্তরের তুলনায় প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তাত্ক্ষণিকভাবে উল্লেখযোগ্য হ্রাস ছাড়াই, এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা ২.৬ থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)