বেইজিংয়ে তুর্কি অর্থমন্ত্রীর সঙ্গে হান চেং-এর বৈঠক
2024-11-08 17:00:30

নভেম্বর ৮: তুরস্কের ট্রেজারি ও অর্থমন্ত্রী এবং চীন-তুর্কি সরকারি সহযোগিতা কমিশনব্যবস্থার তুর্কি পক্ষের চেয়ারম্যান মেহমেত সিমসেক, আজ (শুক্রবার) বেইজিংয়ে, চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।  

বৈঠকে হান চেং বলেন, দু’দেশ দুটি গুরুত্বপূর্ণ নতুন বাজার। দু’দেশের মধ্যে ব্যাপক অভিন্ন কল্যাণ আছে এবং সহযোগিতার সুপ্তশক্তিও অনেক। চীন তুরস্কের সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, সহযোগিতার সুপ্তশক্তি উন্নত করতে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সুরক্ষা করতে, দু’দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নত করতে, একযোগে কাজ করে যেতে আগ্রহী।

জবাবে তুর্কি অর্থমন্ত্রী বলেন, তার দেশ চীনের সাথে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। তুরস্ক ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যে-কোনো ধরনের বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে যাবে। তুরস্ক এ ব্যবস্থার মাধ্যমে দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নত করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)