বিজ্ঞান ও প্রযুক্তির চোখ ধাঁধানো প্রদর্শনী চলছে
2024-11-08 19:56:43

নভেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের মিয়ানইয়াং সিটিতে চলছে ১২তম চায়না(মিয়ানইয়াং) সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি ইন্টারন্যাশনাল হাই টেক এক্সপো। এখানে এক হাজারের বেশি আন্তর্জাতিক ও দেশীয় অত্যাধুনিক পণ্য প্রদর্শিত হচ্ছে। 

এখানে মানবাকৃতির রোবট, কুকুর রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ চমক লাগানো সব প্রযুক্তির পরিবেশনায় মুগ্ধ হচ্ছেন দর্শক। 

বিশেষ আগ্রহের বিষয় হল এ আই স্পর্শকাতর সেন্সর সমন্বিত একটি অসাধারণ রোবোটিক আর্ম, যা মানুষের স্পর্শের দক্ষতা এবং সংবেদনশীলতার মতো করে ডিজাইন করা হয়েছে। এই উদ্ভাবনটি রোবটিক আর্মকে জটিল এবং স্থিতিশীল গ্রিপিং কৌশল চালাতে সক্ষম করে, যা অতুলনীয় সূক্ষ্মতার সাথে টোফু এবং ডিমের মতো ভঙ্গুর আইটেমগুলোকে সূক্ষ্মভাবে পরিচালনা করার ক্ষমতা প্রদর্শন করে।

আরেকটি স্ট্যান্ডআউট প্রদর্শনী হল দেশীয়ভাবে উন্নত কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন টুল।

এই মেশিন টুলটি মহাকাশ, জাহাজ নির্মাণ এবং নির্ভুল যন্ত্র উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হয়। 

প্রদর্শনীতে এখন পর্যন্ত ৬৯টি উচ্চ প্রযুক্তির শিল্প প্রকল্পের স্বাক্ষর হয়েছে যার মূল্য ৭০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। 

বুধবারে শুরু হওয়া এই এক্সপো চলবে রোববার পর্যন্ত। 

শান্তা/ফয়সল