নভেম্বর ৮: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ফিলিপিন্সের তথাকথিত ‘সামুদ্রিক এলাকা আইন’-এর তীব্র বিরোধিতা করে বেইজিং।
মুখপাত্র বলেন, এ আইনে চীনের ‘হুয়াং ইয়ান’ দ্বীপ, নান শা দীপপুঞ্জ, ও সংশ্লিষ্ট সামুদ্রিক অঞ্চলকে অবৈধভাবে নিজের সামুদ্রিক অঞ্চলের অন্তর্ভুক্ত করেছে ফিলিপিন্স। এ আচরণ গুরুতরভাবে দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থের লঙ্ঘন।
মুখপাত্র আরও বলেন, দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বের যথেষ্ট ঐতিহাসিক ও আইনী প্রমাণ রয়েছে। এটি ‘জাতিসংঘ সামুদ্রিক আইন কনভেশন’সহ আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)