তুলার ফলনে রেকর্ড গড়েছে সিনচিয়াং
2024-11-08 19:47:37

 

নভেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের বিস্তীর্ণ তুলা ক্ষেত্রে ফসল সংগ্রহে যান্ত্রিক পদ্ধতি ব্যবহারে রেকর্ড সৃষ্টি করেছে।

সিনচিয়াংয়ের বোরতালার মঙ্গোল স্বায়ত্তশাসিত প্রিফেকচারে ৭.১ হেক্টর তুলা ক্ষেতে প্রতি হেক্টরে ১১হাজার ১৫১  কিলোগ্রামের নতুন রেকর্ড স্থাপন করা হয়েছে।

ন্যাশনাল এগ্রো-টেক এক্সটেনশন অ্যান্ড সার্ভিস সেন্টার, চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস, সিনচিয়াং একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস এবং শিহেচি ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের পাশাপাশি সিনচিয়াং আঞ্চলিক কৃষি ও গ্রামীণ বিষয়ক বিভাগ দ্বারা ফসল সংগ্রহ এবং আউটপুট ডেটা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়েছে।

বোরতলার চিংহ্য কাউন্টির কৃষি-প্রযুক্তি সম্প্রসারণ এবং পরিষেবা গবেষক ওয়াং তাকুয়াং বলেছেন, ১৯৯০ -এর দশকে গড় স্থানীয় তুলার ফলন হেক্টর প্রতি মাত্র  ৪হাজার ৫০০ কিলোগ্রাম ছিল।

তুলা চাষে বৈজ্ঞানিক ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তুলার ফসল সংগ্রহে যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের কারণে ফলন এবং ফসল সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

নতুন রেকর্ডটি তুলা চাষিদের তাদের কৃষি উন্নয়নে আরও বিজ্ঞান ও প্রযুক্তি চালু করতে উৎসাহিত করবে।

এই বছর, বোরতলায় ৯২ হাজার ৬৬৭ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে, যা এটিকে সিনচিয়াংয়ের অন্যতম প্রধান তুলা উৎপাদনকারী এলাকায় পরিণত করেছে।

শান্তা/ফয়সল