ফেডারেল তহবিলের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাবে ফেড
2024-11-08 10:35:39


অক্টোবর ৮: মার্কিন ফেডারেল রিজার্ভ বা ফেড গতকাল (বৃহস্পতিবার) তার দুই দিনের মুদ্রানীতির সভা শেষ করেছে এবং ঘোষণা করেছে যে, সাধারণ বাজারের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে ফেডারেল তহবিলের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমবে। 

 

সেপ্টেম্বরের পর থেকে ফেডারেল রিজার্ভ টানা দ্বিতীয়বার সুদের হার কমালো। ওইদিন ফেডারেল রিজার্ভ এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সূচক থেকে দেখা দেয় যে, মার্কিন অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে। এ বছরের শুরু থেকে, মার্কিন শ্রম বাজারের অবস্থা কিছুটা শিথিল হয়েছে। বেকারত্বের হার বাড়লেও তা নিম্ন পর্যায়ে রয়েছে। মুদ্রাস্ফীতি ফেডের দীর্ঘমেয়াদী ২ শতাংশ লক্ষ্যের দিকে অগ্রগতি হচ্ছে, তবে কিছুটা উঁচুতে রয়েছে।

(রুবি/তৌহিদ/প্রেমা)