চীন-রাশিয়ার সহযোগিতার লক্ষ্য কোন তৃতীয় পক্ষ নয়: ভ্লাদিমির পুতিন
2024-11-08 19:53:03

নভেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া এবং চীনের মধ্যে পারস্পরিক বিশ্বাসের স্তর সর্বকালের উচ্চতায় পৌঁছেছে এবং তাদের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রসহ কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়।

বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে পুতিন এসব কথা বলেন।

তিনি বলেন, পারস্পরিক বিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তি রাশিয়া-চীন সম্পর্ককে অভূতপূর্ব পর্যায়ে উন্নীত করেছে, তাদের সহযোগিতা শক্তি এবং উচ্চ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত, যেখানে উভয় দেশের প্রচেষ্টা একে অপরের পরিপূরক।

পুতিন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর ওপর গুরুত্ব দিয়ে এটিকে উভয় দেশের স্বার্থের সাথে সংযুক্ত বলে বর্ণনা করেছেন।

তিনি পুনর্ব্যক্ত করেছেন যে রাশিয়া-চীন অংশীদারিত্ব অন্য কোনও দেশের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নয়। তাদের সহযোগিতার প্রাথমিক লক্ষ্য হল জাতীয় উন্নয়নকে সমর্থন করা এবং তাদের জনগণের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য শর্ত তৈরি করা। পুতিন আবারও নিশ্চিত করেছেন, রাশিয়া কোনো দেশের সঙ্গে মিলে অন্য দেশের বিরোধিতা করছে না।

পুতিন বলেছেন যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা মূলত পশ্চিমাদের উস্কানির কারণে, যার মধ্যে ন্যাটোর পদক্ষেপ এবং নিয়মিত মার্কিন-জাপান সামরিক মহড়া রয়েছে।

একচীন নীতির প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন আবারও ব্যক্ত করেন পুতিন।

শান্তা/ফয়সল