হুয়াংপু নদীর তীরে, চীনের শাংহাই শহরে অবস্থিত জাতীয় প্রদর্শনী কেন্দ্র, একটি "চার-পাতার ক্লোভার" আকৃতির, আবারও সারা বিশ্বের অতিথিদের স্বাগত জানাতে তার বাহু প্রসারিত করেছে। ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত, "নতুন যুগ, ভবিষ্যত শেয়ার করা" প্রতিপাদ্যের আলোকে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা শাংহাইতে অনুষ্ঠিত হচ্ছে।
গত সাত বছরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সমর্থন ও নির্দেশনায়, সিআইআইই ইতোমধ্যে নতুন উন্নয়ন কাঠামো গঠন করছে, উচ্চ-স্তরের উন্মুক্তকরণের প্রচারের একটি মঞ্চ তৈরি করেছে এবং এটি বিশ্বের শেয়ার করার মত একটি আন্তর্জাতিক গণপণ্যে পরিণত হয়েছে। যা বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করার জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করেছে এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি তৈরি করেছে।
সি চিন পিং উল্লেখ করেছেন, উন্মুক্তকরণ চীনা আধুনিকীকরণের একটি স্বতন্ত্র প্রতীক, এবং উন্মুক্তকরণের জন্য চীনের দরজা আরও প্রশস্ত হবে। সিআইআইই থেকে, আমরা একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতির নির্মাণকে উন্নীত করার জন্য চীনের আন্তরিকতা এবং উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি এবং বিশ্বকে উপকৃত করার জন্য জয়-জয় সহযোগিতা এবং সমসাময়িক চীনের স্বতন্ত্র লক্ষণগুলো বুঝতে পারছি।
২০১৯ সালের ৫ নভেম্বর, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘উন্মুক্তকরণ ও সহযোগিতা, অভিন্ন কল্যাণ’ শীর্ষক এক বক্তৃতা দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সি চিন পিং এবং অন্যান্য দেশের নেতারা একসাথে প্রদর্শনী হল পরিদর্শন করেন।
ফরাসি প্যাভিলিয়নে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাকখোঁ প্রেসিডেন্ট সি চিন পিংকে ফ্রেঞ্চ রেড ওয়াইন এবং গরুর মাংসের খাবারের স্বাদ নিতে আন্তরিক আমন্ত্রণ জানান। উপস্থিত ফরাসি উদ্যোক্তারা প্রেসিডেন্ট সিকে বলেন যে, ফরাসি কোম্পানিগুলো চীনা বাজার সম্পর্কে আশাবাদী এবং চীনে রপ্তানি আরও প্রসারিত করতে চায়। প্রেসিডেন্ট সি আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘ফরাসি কোম্পানিগুলোকে চীনে স্বাগতম, চীনের বিশাল বাজারে স্বাগতম।’
২০২৩ সালের এপ্রিলে, ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাকখোঁর চীন সফরের সময়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন যে, চীন "ফরাসি খামার থেকে চীনা খাবার টেবিল পর্যন্ত একটি সম্পূর্ণ-চেইন দ্রুত সমন্বয় ব্যবস্থা তৈরি করতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।" সে বছরের নভেম্বরে অনুষ্ঠিত ষষ্ঠ সিআইআইই-তে ৪০টিরও বেশি ফরাসি কৃষি ও খাদ্য কোম্পানি চীনা ক্রেতাদের সঙ্গে আলোচনার জন্য জড়ো হয়।
ফ্রান্সকে সেবার সিআইআইই-তে প্রধান অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুই প্রধান কৃষি দেশ চীন ও ফ্রান্স একসঙ্গে ‘টু-ওয়ে ব্রিজ’ নির্মাণে কাজ করছে। রেড ওয়াইন, গরুর মাংস থেকে আরও উচ্চ-মানের কৃষি পণ্য... ক্রমবর্ধমান সমৃদ্ধ "ফরাসি মেনু" এর পিছনে রয়েছে সিআইআইই-এর ক্রমবর্ধমান নজরকাড়া "রিপোর্ট কার্ড"৷
পরিসংখ্যান থেকে সপ্তম সিআইআইই-এর প্রভাব শক্তি বোঝা যায়: প্রতিষ্ঠানগুলো ৩.৬ লাখ বর্গমিটারের বেশি বৃহৎ পরিসরে বজায় থাকবে, যেখানে ১২৯টি দেশ এবং অঞ্চল থেকে মোট ৩৪৯৬টি কোম্পানি অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠানের সংখ্যা উভয়ই আগের সেশনকে ছাড়িয়ে গেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে ২৯৭টি কোম্পানি অংশগ্রহণ করেছে, যা রেকর্ড পরিমাণ অংশগ্রহণ, এবং ১৮৬টি কোম্পানি ও প্রতিষ্ঠান সপ্তমবারের মতো এতে অংশ নিচ্ছে।
"চীন সর্বদা বিশ্ব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে, চীন দৃঢ়ভাবে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ উন্নীত করবে এবং আরও উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, সর্বজনীনভাবে উপকারী, ভারসাম্যপূর্ণ এবং জয়ের দিক দিয়ে অর্থনৈতিক বিশ্বায়নের প্রচার চালিয়ে যাবে।" ষষ্ঠ সিআইআইই’র জন্য পাঠানো চিঠিতে সি চিন পিং সহনশীল অর্থনীতির বিশ্বায়নের জন্য এভাবে বলেছেন।
বিশের বৃহত্তম উন্নয়নশীল দেশ ও ‘গ্লোবাল সাউথের’ একটি সদস্য হিসেবে, চীন সবসময় অন্যান্য উন্নয়নশীল দেশকে যথাসাধ্য সাহায্য করে। চলতি বছর, সপ্তম সিআইআইই ৩৭টি সবচেয়ে অনুন্নত দেশের অংশগ্রহণে সাহায্য করার জন্য বিনামূল্যে ১২০টিরও বেশি প্রদর্শনীর স্থান দেয়। আফ্রিকান পণ্য প্রদর্শনের এলাকাকে আরো সম্প্রসারণ করে, ‘গ্লোবাল সাউথ’ টেকসই উন্নয়ন এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম আয়োজন করে। চীন কার্যকর ব্যবস্থা দিয়ে সবচেয়ে অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের জন্য সুযোগের নতুন দরজা খুলে দিয়েছে।
উন্মুক্তকরণ হল সিআইআইই-এর কেন্দ্রীয় বিষয়, এবং বর্তমান যুগে চীনের উন্নয়নের সুস্পষ্ট প্রতীক। সম্প্রতি, রাশিয়া কাজানে ‘ব্রিক্স প্লাস’ শীর্ষসম্মেলনে অংশ নেয়ার সময় সি চিন পিং বলেছিলেন যে, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে সার্বিকভাবে সংস্কারকে সম্প্রসারণ করা, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরদার করার জন্য বিন্যাস করেছে, যা নিশ্চয় বিশ্ব উন্নয়নের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করবে।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে, চীনের বিদেশি বাণিজ্যের আমদানি-রপ্তানির পরিমাণ ইতিহাসে প্রথমবারের মত ৩২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর মধ্যে আন্তঃদেশীয় ই-কমার্সের আমদানি-রপ্তানির পরিমাণ ১.৮৮ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বেশি। ১ নভেম্বর ‘বিদেশি ব্যবসায়ী প্রবেশের বিশেষ পরিচালনা ব্যবস্থা ২০২৪’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চীনের উত্পাদন শিল্প খাতে বৈদেশিক পুঁজি বিনিয়োগের নিষেধাজ্ঞা সার্বিকভাবে বাতিল হয়েছে। স্লোভাকিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ডসহ আরো বেশি দেশের জন্য চীন ভিসামুক্ত নীতি কার্যকর করেছে।
উচ্চ মানের উন্মুক্তকরণ ব্যবস্থা নেওয়ার ফলে, চীনের উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া আরো দ্রুততর হচ্ছে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের প্রবণতা আরো সুষ্ঠু হচ্ছে; যা বিশ্বের জন্য আরো বেশি সুযোগও সৃষ্টি করছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, অর্থনীতির বিশ্বায়ন ইতিহাসের প্রবণতা। তা যেন ইয়াংজি নদীর মতো, দিন রাত ধরে সামনে এগিয়ে যায়। এতে কিছু ঢেউ আসলেও, তার সামনে যাওয়ার প্রবণতা প্রতিরোধ করা যায় না।
সিআইআইই ক্রমেই উন্নত হচ্ছে। যা বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি প্রাণশক্তি যোগাচ্ছে। অর্থনীতির বিশ্বায়নের সঠিক পথে, চীন অব্যাহতভাবে নিজের নতুন উন্নয়ন দিয়ে বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে এবং উন্মুক্ত ধরনের বিশ্ব অর্থনীতি গঠনে অবদান রাখছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)