নভেম্বর ৮: গোটা চীনে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, নিবন্ধিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ১৮ কোটি ৮০ লাখে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৯ শতাংশ বেশি। বাজার তদারকি রাজ্য প্রশাসনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের প্রথম তিনটি প্রান্তিকে, দেশীয় চাহিদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বেসরকারি অর্থনীতির বিকাশ ও বিভিন্ন ব্যবসায়িক সত্তার প্রাণশক্তিকে উদ্দীপিত করার জন্য, একাধিক নীতি ও পদক্ষেপ গৃহীত হয়। এর ফলে দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠান বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)