নভেম্বর ৮: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত দু’টি দলিলপত্রে, স্বাস্থ্য ইস্যুকে জলবায়ু কর্মে সামিল করার তাগিদ দেয়। সংস্থাটি বিভিন্ন দেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা শূন্যে নামিয়ে আনতে এবং দূষণজনিত রোগবালাই হ্রাসে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায়।
‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন’-এর ২৯তম স্বাক্ষরকারীদের সম্মেলন (কপ২৯) আয়োজনের প্রাক্কালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হু ‘কপ২৯ জলবায়ু ও স্বাস্থ্য ইস্যুবিষয়ক প্রতিবেদন’ ও ‘স্বাস্থ্যকর দেশগুলোর নির্ধারিত অবদান’ নামের দলিলপত্র প্রকাশ করে।
প্রতিবেদনে, গোটা মানবজাতির স্বাস্থ্য সুরক্ষার জন্য, জলবায়ু ও স্বাস্থ্যকর্মকে একসঙ্গে উল্লেখ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নেলা বলেন, স্বাস্থ্য জলবায়ু পরিবর্তনের একটি জীবন্ত বাস্তবতা। গণস্বাস্থ্য, জলবায়ুর স্থিতিস্থাপকতা, নিরাপত্তা ও অর্থনীতির স্থিতিশীলতার ইস্যুতে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)