নভেম্বর ৭: মেকং নদীর মধ্য অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার অষ্টম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র প্রধান আসাকাওয়া মাসাতসুগু, গতকাল (বুধবার) খুনমিংয়ে, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
সাক্ষাতে লি বলেন, চলতি বছর চীনা অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। চীন এশিয়া ও বিশ্বের অর্থনীতির উন্নয়নে ইতিবাচক অবদান রেখে চলেছে। চীন এডিবি’র সাথে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে দারিদ্র্যবিমোচন, ডিজিটাল অর্থনীতি ও সবুজ উন্নয়ন খাতে অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছুক। চীন মেকং নদীর মধ্য অঞ্চলের সহযোগিতায় অংশগ্রহণ করে যাবে এবং বিভিন্ন পক্ষের সাথে আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করবে।
এ সময় আসাকাওয়া মাসাতসুগু বলেন, এডিবি চীনের সাথে আরও শক্তিশালী ও সার্বিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চায়। এডিবি চীনের উচ্চ মানের উন্নয়ন কার্যক্রমকে সমর্থন করে এবং চীনের সাথে সবুজ ও নিম্ন কার্বন উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)