নভেম্বর ৭: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেন্টুরা কাউন্টিতে একটি পাহাড়ে আগুন ছড়িয়ে পড়লে, প্রায় দশ হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, দাবানলে হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আগুনের সূত্রপাত ঘটে। পরে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বাতাসের সাথে আগুন প্রায় ১৫ কিলোমিটার দূরে কামারিলো শহরতলিতে পৌঁছে যায়, যেখানে ৭০ হাজারেরও বেশি বাসিন্দা রয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)