নভেম্বর ৭: ক্লাসিকের প্রথম বিশ্ব কংগ্রেস, গতকাল (বুধবার), বেইজিংয়ে শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি’র প্রচার বিভাগের প্রধান লি শুলেই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি’র একটি শুভেচ্ছাবার্তা পড়ে শোনান।
তিন দিনব্যাপী কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনে গ্রিসের রাষ্ট্রদূত ইভেনিওস কার্পেরিস তার দেশের প্রেসিডেন্ট ক্যাটরিনা স্যাক্রোপোলোর একটি শুভেচ্ছাবার্তা পাঠ করেন। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে অনুষ্ঠানে একটি লিখিত বক্তৃতা পাঠান।
চীন ও গ্রিসের সংশ্লিষ্ট বিভাগ ও ইউনিট প্রধানগণসহ বিশেষজ্ঞ ও পণ্ডিত, সাংস্কৃতিক বিশেষজ্ঞ, তরুণ প্রতিনিধি, ও ক্লাসিকাল স্টাডিজের কর্মীবৃন্দসহ ৬ শতাধিক লোক কংগ্রেসে অংশগ্রহণ করছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)