আন্তর্জাতিক লাল বনকেন্দ্র প্রতিষ্ঠায় ১৮টি দেশের চুক্তি
2024-11-07 17:23:50

নভেম্বর ৭: আন্তর্জাতিক লাল বনকেন্দ্র প্রতিষ্ঠার জন্য একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান গতকাল (বুধবার) চীনের শেনচেনে আয়োজিত হয়। প্রথম দফায় ১৮টি সদস্যদেশ চুক্তিতে স্বাক্ষর করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীন আন্তর্জাতিক লাল বনকেন্দ্রের মাধ্যমে, বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা চালিয়ে, লাল বন সুরক্ষার বিশ্বব্যাপী কার্যক্রম সামনে এগিয়ে নেবে।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে, জলাভূমিসম্পর্কিত কনভেনশন-এর চতুর্দশ সম্মেলনে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আন্তর্জাতিক লাল বনকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)