নভেম্বর ৭: গতকাল (বুধবার) বেশ কিছু মার্কিন মিডিয়ার গণনা এবং রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোটের বেশি পেয়েছেন। এ ছাড়া, রিপাবলিকান পার্টি সিনেটে কমপক্ষে ৫২টি আসন নিয়ন্ত্রণ করবে। অর্থাত্ অর্ধেকেরও বেশি আসন পেয়ে দলটি সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে।
মার্কিন নির্বাচন বিশ্লেষকরা বিশ্বাস করেন, মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক বিষয় এবং অবৈধ অভিবাসনের উদ্বেগ নিরসনে ট্রাম্পের প্রতিশ্রুতি নির্বাচনে জয়লাভের অন্যতম কারণ। এ ছাড়া, আফ্রিকান-আমেরিকান এবং হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন বেড়েছে, যা তার বিজয়ের অন্যতম কারণ।
গতকাল (বুধবার) ভোরে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে বিজয়ী ভাষণ দেন ট্রাম্প। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী এবং বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতি প্রচলিত রয়েছে। বিজয়ীকে অবশ্যই ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের অর্ধেকের বেশি, অর্থাৎ কমপক্ষে ২৭০টি জিততে হয়।
(রুবি/তৌহিদ/লাবণ্য)