রূপকথার রাজ্য হেইলংচিয়াং
2024-11-07 18:17:48

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হেইলংচিয়াং প্রদেশ যেন রূপকথার তুষার রাণীর রাজ্য। শেষ হেমন্ত থেকেই সেখানে শুরু হয়েছে তুষারপাত। শীতের শুরুতে হেইলংচিয়াং পরিণত হয়েছে তুষারে ঢাকা সাদা পরীর দেশে। প্রাদেশিক রাজধানী হারবিন থেকে তুষারের ভিতর দিয়ে ট্রেন চলেছে মোহে সিটির দিকে। এখানকার গ্রেটার খিনকান পর্বতমালা তুষারে ঢেকে গেছে। এখানকার তুষার ছাওয়া অরণ্যের সৌন্দর্য দেখতে আসছেন দেশি বিদেশি পর্যটকরা।

মোহের বেইচিসুন গ্রামকে বলা হয় চীনের উত্তর মেরু। মোহের তাপমাত্রা এরমধ্যেই পৌছে গেছে শূন্যের চেয়ে ১৫ ডিগ্রি নিচে। পর্যটকরা মনের আনন্দে তুষারের বল ছোঁড়ার খেলায় মেতে উঠেছেন। এখানে রয়েছে রেইনডিয়ার বা বলগা হরিণ।

বরফনগরী হারবিন শীতকালে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। নবম এশিয়ান উইন্টার গেমসকে সামনে রেখে হারবিনে জমে উঠেছে তুষার ক্রীড়া।

শান্তা/ফয়সল