মিয়ানমারের শীর্ষ নেতার সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
2024-11-07 17:33:01

নভেম্বর ৭: মেকং নদীর মধ্য অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার অষ্টম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী মিয়ানমারের শীর্ষ নেতা সিনিয়র-জেনারেল মিন অং হাইং, গতকাল (বুধবার) খুনমিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি বলেন, ২০২০ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং মিয়ানমার সফর করার পর, দু’দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করে। চীন বরাবরই মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে। চীন মিয়ানমারের সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার, সার্বিকভাবে কৌশলগত সহযোগিতা বাস্তবায়ন, যৌথভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, এবং দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ করতে ইচ্ছুক। মিয়ানমারে চীনের নাগরিক ও সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও বেইজিং আশা করে।

জবাবে জেনারেল মিন বলেন, মিয়ানমার ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। তিনি আশা করেন, আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে, দু’দেশ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে এবং দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজে আরও বেশি সাফল্য অর্জিত হবে। মিয়ানমারে চীনা নাগারিক ও সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)