চীন সফরে বেইজিং পৌঁছেছেন ইতালির প্রেসিডেন্ট
2024-11-07 18:14:10

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আমন্ত্রণে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফরের জন্য বৃহস্পতিবার বেইজিং পৌছেছেন।

প্রেসিডেন্ট মাতারেল্লার সফরের সময়, প্রেসিডেন্ট সি চীন-ইতালি সম্পর্কের ভবিষ্যত উন্নয়নের রূপরেখা আঁকার জন্য তার সঙ্গে আলোচনা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি যথাক্রমে তার সাথে দেখা করবেন।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, চীন এবং ইতালি, উভয়ই প্রাচীন সভ্যতা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতি, দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য দৃঢ় জনসমর্থন উপভোগ করে, যা উভয় পক্ষের সাধারণ স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং চীন-ইউরোপ সম্পর্কের সুস্থ বিকাশ এবং বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখে।

এই বছর চীন-ইতালি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ২০ তম বার্ষিকী  এ কথা উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং প্রেসিডেন্ট  মাতারেল্লার চীনে ধারাবাহিক সফর চীন-ইতালি সম্পর্কের উচ্চ পর্যায়ের উন্নয়নকে তুলে ধরে।

শান্তা/ফয়সল