নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন এয়ার শো চায়না কভার করার জন্য বুধবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই বন্দর নগরীতে পৌঁছেছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) অত্যাধুনিক সম্প্রচার হেলিকপ্টার। ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন বা এয়ার শো চায়না লাইভ সম্প্রচার করবে সিএমজির ফ্লাইং টিভি স্টুডিও নামে খ্যাত এই অত্যাধুনিক হেলিকপ্টারটি।
এটি লাইভ প্রোগ্রামের প্রোডাকশন এবং ট্রান্সমিশনের জন্য সজ্জিত। হেলিকপ্টারটি এর আগে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭০ তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজসহ জাতীয় উদযাপনের প্রধান লাইভ সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে।
এই বছর, হেলিকপ্টারটি এয়ারশোতে প্রদর্শিত হবে এবং অনুষ্ঠান থেকে সম্প্রচারিত বিশেষ প্রোগ্রামগুলোতে অনন্যে এয়ারকভারেজ প্রদানে অবদান রাখবে।
সিএমজি হেলিকপ্টারের ক্যাপ্টেন হুয়া খ্যসিয়াং বলেন, "এবার, আমরা এখানে চুহাই এয়ারশোতে এরিয়াল ফটোগ্রাফি মিশনের জন্য এসেছি। হেলিকপ্টারটি ফোরকে / এইট কে এইচডি ক্যামেরা দিয়ে সজ্জিত। কেবিনে পরিচালক, অতিথি, হোস্ট, এরিয়াল ফটোগ্রাফার এবং মাইক্রোওয়েভ যোগাযোগ কর্মীদের জন্য পাঁচটি আসন রয়েছে। একটি উড়ন্ত সম্প্রচার স্টুডিও যা আকাশের বিভিন্ন কোণ থেকে চুহাই এয়ারশোর উত্তেজনাকে ধারণ করবে।”
১২ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এয়ার শো চায়না। ১১ নভেম্বর চাইনিজ পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনের পরেই শুরু হবে এয়ার শো।
শান্তা/ফয়সল