নভেম্বর ৭: বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে উত্থাপিত চীনা প্রস্তাব আবারও জাতিসংঘে গৃহীত হয়েছে। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক সুরক্ষা কমিশনের সভায় প্রস্তাবটি পাস হয়।
চীনা প্রস্তাবে বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে বিভিন্ন দেশের উন্নয়নের অধিকার সুরক্ষিত থাকে। এতে উল্লেখ করা হয়, উন্নয়নশীল দেশগুলো ক্রমবর্ধমান হারে গুরুতর বৈষম্যের শিকার হচ্ছে। এ অবস্থায়, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত বিজ্ঞান ও প্রযুক্তির ওপর রপ্তানি নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ভুল আচরণ থেকে বিরত থাকা।
সভায় চীনের প্রতিনিধি শেন চিয়ান বলেন, নতুন যুগে বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের নতুন দায়িত্ব ও নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার পথে বাধা সৃষ্টি করা উচিত নয়। ভূ-রাজনৈতিক উদ্দেশ্যে, প্রযুক্তি ও বাণিজ্যের একতরফা নেতিবাচক ব্যবহার এড়িয়ে চলা জরুরি।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নিয়ে তৃতীয় বারের মতো এ প্রস্তাব গৃহীত হলো। (ছাই/আলিম/ওয়াং হাইমান)