‘সাদা চা’
2024-11-07 10:00:03

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় তরুণ গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ছেন শুয়েই নিং। তিনি ১৬ বছর বয়স থেকে গান রচনা ও প্রকাশ করেন। তিনি তার অনন্য সংগীতশৈলী, সুন্দর কণ্ঠ ও সৃজনশীল প্রতিভার জন্য পরিচিত। তার রচিত ও গাওয়া অনেক গান চীনের ইন্টারনেটে বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ছেন শুয়েই নিংয়ের একটি সুন্দর গান ‘গোপন প্রেম’।

 

ছেন শুয়েই নিং ২০০১ সালে চীনের ইনার মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। ১৬ বছর বয়সে ছেন শুয়েই নিং ‘সাদা চা’ গানটি রচনা করেন এবং ইন্টারনেটে প্রকাশ করেন। প্রথমবারের মতো ইন্টারনেটে নিজের রচিত ও গাওয়া গান প্রকাশ করলেও এই গান অনেকের পছন্দ হয়। এভাবে ছেন শুয়েই নিং তার সংগীত জীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন ছেন শুয়েই নিংয়ের এই সুন্দর গান ‘সাদা চা’।

 

২০১৮ সালে ছেন শুয়েই নিং তার প্রথম অ্যালবাম ‘ষোল’ প্রকাশ করেন। অ্যালবামের সব গান তার নিজের রচনা। এতে তার ১৬ বছর বয়সের সময় জীবন নিয়ে চিন্তাভাবনা স্থান পেয়েছে। অ্যালবামটি একজন খুব তরুণ গায়িকা ও গান স্রষ্টা হিসেবে চেন শুয়েই নিংয়ের প্রতিভা ও সম্ভাবনা সম্পূর্ণরূপে প্রদর্শন করে। এই অ্যালবাম চীনের ইন্টারনেটে ভালো সাড়া পেয়েছে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ছেন শুয়েই নিংয়ের একটি জনপ্রিয়  গান ‘ভান করা’।

 

২০১৯ সালে ছেন শুয়েই নিংয়ের গান ‘ভান করা’ নেটইজ সংগীত অ্যাওয়ার্ডের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় দশ গানের অন্তর্ভুক্ত হয়। এই পুরষ্কার কেবল তার সংগীত দক্ষতার স্বীকৃতিই দেয়নি, বরং তার পরবর্তী সংগীত জীবনও প্রশস্ত করেছে। মাত্র ১৮ বছর বয়সে ছেন শুয়েই নিং পেশাদার গায়িকা হন এবং চীনের কনসার্ট ট্যুর আয়োজন করেন। বন্ধুরা, এখন শুনুন ছেন শুয়েই নিংয়ের একটি সুন্দর গান ‘কেউ আমার কথা চিন্তা করে না’।

 

বন্ধুরা, এবার আমরা শুনবো ছেন শুয়েই নিংয়ের ২০১৯ সালে প্রকাশিত খুব জনপ্রিয় একটি গান ‘সবুজ’। এই গানের অনুপ্রেরণা তিনি ও তার বন্ধুর কথোপকথন থেকে এসেছে। গানে লেখা হয়, মানুষদের মধ্যে জটিল সম্পর্ক ও আবেগের কথা। তিনি এমন জটিল সম্পর্ক ও আবেগ ‘সবুজ’ দিয়ে বর্ণনা করেন, যা বিভিন্ন সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। গানে ছেন শুয়েই নিংও চীনের ঐতিহ্যবাহী সংগীতের উপাদান যোগ করে, যা গানটিকে আরও আকর্ষণী করে তোলে। গানটি অনেক সংগীত প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় বার্ষিক গানের পুরস্কার জয় করে। বন্ধুরা, এখন ছেন শুয়েই নিংয়ের এই জনপ্রিয় গান ‘সবুজ’ শুনুন।

 

বন্ধুরা, এবার আমরা শুনবো ছেন শুয়েই নিংয়ের অন্য একটি ব্যাপক জনপ্রিয় গান; গানের নাম ‘তোমার বার আমার জন্য বন্ধ’। গানে লেখা হয়- প্রেম হারানোর পরে অনুভূতির পরিবর্তন। এটি দুঃখের প্রেম গান হলেও বেশি দুঃখ লাগে না, বরং একই অনুভূতি পাওয়া মানুষকে সান্ত্বনা দেয়। মুক্তির এক বছরে ইন্টারনেটে এই গানের ২.৬ বিলিয়নেরও বেশি ক্লিক হয় এবং অনেক পুরস্কারও লাভ করে। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো, ছেন শুয়েই নিংয়ের এই জনপ্রিয় গান ‘তোমার বার আমার জন্য বন্ধ’।

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ছেন শুয়েই নিংয়ের আরেকটি সুন্দর গান ‘আমি তোমার অর্ধেক কবিতা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)