স্থানীয় চালের ব্র্যান্ড থেকে আয় বাড়ছে কৃষকের
2024-11-07 18:07:11

 

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হেবেই প্রদেশের চৌচৌ শহরের ধান স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। চৌচৌ সিটির পাইছিকান টাউনের সিতোওচিয়াচুয়াং গ্রামের স্থানীয় জাতের ধানের দীর্ঘ ইতিহাস রয়েছে।

চৌচৌ চাল নামের এই বিশেষ জাতের ধানের চাহিদাও রয়েছে ক্রেতাদের কাছে। এই চাহিদার কথা মাথায় রেখে স্থানীয়ভাবে চৌচৌ ধান চাষে সহযোগিতা করে স্থানীয় প্রশাসন। কৃষি প্রতিষ্ঠান, সমবায় সমিতি, পারিবারিক খামারসহ বিভিন্ন উদ্যোগে চৌচৌ ধান চাষ করা হচ্ছে। এই ধানকে ব্র্যান্ডিং করা হচ্ছে। ফলে ক্রেতার চাহিদা বাড়ছে। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যেমন সরাসরি ক্রেতার কাছে পৌছে যাচ্ছে, তেমনি বিভিন্ন সুপার শপেও মিলছে চৌচৌ চাল।

স্থানীয় চালের এই ব্র্যান্ডিং এবং বড় পরিসরে চাষের ফলে আয় বাড়ছে কৃষকের।

শান্তা/ফয়সল