আধুনিক এয়ারফোর্স গড়ে তোলার ওপর জোর প্রেসিডেন্ট সি’র
2024-11-06 18:06:58


নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: শক্তিশালী ও আধুনিক এয়ারফোর্স গড়ে তুলতে সৈন্য প্রশিক্ষণ বাড়ানো, যুদ্ধ প্রস্তুতি উন্নত করা এবং অপারেশন সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং। সোমবার মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়াওকানে কর্পস পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 


প্রেসিডেন্ট সি বলেন, বাহিনী গঠনের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে। পাশাপাশি কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। 


প্রেসিডেন্ট সি যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম ঘুরে দেখেন , অস্ত্র ও সরঞ্জামগুলোর কৌশলগত এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি বিমানবাহিনীর ইতিহাস জাদুঘর পরিদর্শন করেন।


এসময় প্রেসিডেন্ট সি সেনা এবং কর্মকর্তাদেরকে তাদের গৌরবময় ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার এবং নতুন যুগের বীর হওয়ার জন্য সংগ্রাম করার আহ্বান জানান।এছাড়া তাদের দায়িত্ব এবং মিশন স্মরণ রাখতে এবং যুদ্ধ প্রস্তুতির সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। 

এসময় তিনি কর্পসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে ছবি তোলেন।


নাহার/শান্তা 

তথ্য ও ছবি- সিসিটিভি