সার্বিয়ারর সঙ্গে রাজনৈতিক আস্থা গভীর করতে আগ্রহী চীন: লি ছিয়াং
2024-11-06 18:04:44

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক : সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক আস্থা আরও গভীর করতে আগ্রহী চীন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার শাংহাইয়ে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচের সঙ্গে এক বৈঠক এ মন্তব্য করেন লি। 

লি ছিয়াং বলেন, যেসব বিষয়গুলোতে চীন ও সার্বিয়ার প্রেসিডেন্টরা একমত পোষণ করেছেন, সেসব বাস্তবায়নে কাজ করবে চীন। দুই দেশের মধ্যে দৃঢ় ঐক্য ও সহযোগিতা বাড়াতে কাজ করবে দেশটি। 

তিনি আরও বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ" এবং "লিপ ইনটু দ্য ফিউচার - সার্বিয়া ২০২৭" পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়াতেও কাজ করবে চীন। 

এদিকে সার্বিয়ার প্রধানমন্ত্রী ভুচেভিচ সার্বিয়ার পক্ষ থেকে একচীন নীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। 

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি