বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য খেলোয়াড় চীন: ডব্লিউটিও
2024-11-06 18:14:30


 

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব বাণিজ্যে অন্যতম প্রধান খেলোয়াড় চীন বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। মঙ্গলবার শাংহাইয়ের ৭ম চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় মন্তব্য করেন তিনি। 


তিনি বলেন, চীন আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই শীর্ষস্থান অধিকারী। ২০২৩ সালে চীনের রপ্তানি মূল্য ছিল ৩ দশমিক ৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পণ্য আমদানিকারক দেশও। 


তিনি আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী করার, কম উন্নত দেশগুলোর সহায়তা করার এবং বাণিজ্য বিরোধ কমানোর কাজে সমর্থন করছে চীন। ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই চীন সংস্থাটিকে সমর্থন দিয়ে আসছে।


নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি