নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০০৮ সালের পর থেকে বিশ্বব্যাপী ‘বৈশ্বিক উন্মুক্তকরণ’ ক্রমশ হ্রাস পেলেও ধারাবাহিকভাবে এ ক্ষেত্রে ঊর্ধ্বগতি বজায় রেখেছে চীন। মঙ্গলবার প্রকাশিত ‘বৈশ্বিক উন্মুক্তকরণ প্রতিবেদন ২০২৪’ এ তথ্য জানানো হয়েছে।
শাংহাইয়ে অনুষ্ঠিত সপ্তম হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ১২৯টি অর্থনীতির চিত্র জরিপ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ বিশ্বব্যাপী বৈশ্বিক উন্মুক্তকরণ ছিল শূন্য দশমিক ৭৫, যা ২০০৮ সালের তুলনায় প্রায় ৫ দশমিক ৪ শতাংশ কম। তবে এতে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি করেছে চীন। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে বৈশ্বিক উন্মুক্তকরণ ১১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশটিতে, যা বিশ্বব্যাপী সবচেয়ে বড় অগ্রগতির মধ্যে একটি।
হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম গবেষণা কেন্দ্রের পরিচালক ছু ওয়েইসি বলেন, ২০১২ সাল থেকে চীন নিজেদের অর্থনীতিতে সংস্কার চালিয়ে যাচ্ছে। এমনকি বৈদেশিক সম্পর্কিত অর্থনৈতিক ব্যবস্থাপনা ব্যবস্থাও সংস্কার করেছে। এছাড়া দেশটি বাজার অর্থনীতি ব্যবস্থা উন্নত করেছে এবং সরকারি ব্যবস্থাপনা দক্ষতা অপ্টিমাইজ করেছে। জাতীয় শাসন ব্যবস্থার আধুনিকায়নও এগিয়ে নিয়েছে।’
সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) এবং হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবং ১০ নভেম্বর পর্যন্ত চলবে। চলতি বছরের আমদানি মেলায় ১৫২টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেছে।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি