চীনের আমদানি মেলার প্রথম চুক্তি ৫০ মিলিয়ন মার্কিন ডলারের
2024-11-06 18:15:25


 

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক : চীনের শাংহাইয়ে চলমান সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় প্রথম দিনে ৫০মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানের মূল ভেন্যু ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


চুক্তি হওয়া কোম্পানির প্রদর্শক উ চিনহুই বলেন, ‘চীন আন্তর্জাতিক আমদানি মেলায় প্রথম অর্ডার স্বাক্ষরে অংশগ্রহণ করতে পারা আমাদের কোম্পানির জন্য আনন্দের”। 


এবারের মেলার ব্যবসায়িক প্রদর্শনীতে ১২৯টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। যা গত বছরের চেয়ে বেশি।


এবারের মেলায় ৪০০টিরও বেশি অত্যাধুনিক পণ্য, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শিত হবে, যার মধ্যে বেশ কয়েকটি এই ইভেন্টে প্রথমবারের মতো দেখা যাবে। 


২০১৮ সালে চালু হওয়া সিআইআইই হলো বিশ্বের প্রথম আমদানি-ভিত্তিক জাতীয় পর্যায়ের এক্সপো।

৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।


নাহার/শান্তা 

তথ্য ও ছবি- সিসিটিভি