নভেম্বর ৬: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে গতকাল (মঙ্গলবার) শাংহাইয়ে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওয়ুন-এরডেন লুভসানামসরাই এক বৈঠক করেছেন। তিনি সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় যোগ দিতে শাংহাই সফর করছেন।
বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও মঙ্গোলিয়ার সঙ্গে অভিন্ন স্বার্থের সমাজ গঠনকে পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখতে, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করতে, বাস্তব সহযোগিতা গভীর করতে এবং দু’দেশের জনগণের মঙ্গল করতে চান।
ওয়ুন-এরডেন লুভসানামসরাই বলেন, এ বছর মঙ্গোলিয়া-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। মঙ্গোলিয়া অর্থ-বাণিজ্য, অবকাঠামো এবং বন্দরসহ নানা খাতে চীনের সাথে পারস্পরিক কল্যাণকর সহযোগিতাকে আরও গভীর করা, সহযোগিতার নতুন প্রবৃদ্ধির পয়েন্ট অনুসন্ধান করা এবং সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করতে আগ্রহী।
(রুবি/তৌহিদ/লাবণ্য)