নভেম্বর ৬: ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ, চীনে মোট বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮০.৮৬৪৮ মিলিয়নে পৌঁছায়, যা দেশের মোট অপারেটিং প্রতিষ্ঠানের ৯৬.৩৭ শতাংশ। বিগত দশ বছরে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে চার গুণেরও বেশি। আজ (বুধবার) চীনের বাজার তত্ত্বাবধান সাধারণ ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যুরো জানায়, বর্তমানে দেশে ৫৫.৫৪২৩ মিলিয়ন ব্যক্তি-উদ্যোগ এবং ১২৫.৩২২৫ মিলিয়ন বেসরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
ব্যুরো আরও জানায়, দেশে আবাসন ও ক্যাটারিং শিল্প, আবাসিক পরিষেবা, মেরামত ও অন্যান্য পরিষেবা শিল্প, পাইকারি ও খুচরা শিল্প, এবং পরিবহন, গুদামজাতকরণ এবং ডাক শিল্পের প্রতিনিধিত্বকারী বিপুলসংখ্যক ব্যক্তি-উদ্যোগ রয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)