সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে আবেই সম্পর্কিত সমস্যার রাজনৈতিক নিষ্পত্তির আহ্বান জানিয়েছে চীন
2024-11-06 18:08:51

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক:  সুদান এবং দক্ষিণ সুদানকে আবেই সম্পর্কিত সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ ও সহযোগিতার পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের উপস্থায়ী প্রতিনিধি তাই পিং তার বক্তব্যে এ আহ্বান জানান। 

তাই পিং বলেন, "আমরা সব পক্ষকে আবেই এলাকায় তাদের সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানাই, বিশেষ করে কৃষি ও পশুপালন, চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও প্রশিক্ষণ, অবকাঠামো এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের সাথে জড়িত সেক্টরগুলোর উন্নয়ন ও নির্মাণে সহায়তা দরকার যাতে কার্যকরভাবে উন্নতি করা যায়। আবেই এলাকায় অর্থনৈতিক এবং জীবনযাত্রায়, উত্তেজনা কমানোর এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার প্রচারের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা দরকার।”

আবেই হলো সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে দ্বন্দ্ব চলা তেলসম্পদে সমৃদ্ধ দশ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত একটি অঞ্চল । 

২০১১ সালে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আবেই সীমান্ত পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করে।

শান্তা/মিম