চীনের পিকিং অপেরা নিয়ে স্মারক মুদ্রা প্রকাশ
2024-11-06 18:13:30

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিকিং অপেরা শিল্পের উপর স্মারক মুদ্রা প্রকাশ করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৯ নভেম্বর এ মুদ্রা প্রকাশ করা হবে। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে পিপলস ব্যাংক অব চায়না।

পিপলস ব্যাংক অফ চায়নার মতে, পাঁচ ইউয়ান (প্রায় ০.৭ মার্কিন ডলার) মূল্যের এই ব্রাস অ্যালয় (ধাতব মিশ্রণ যা মূলত তামা এবং দস্তা দিয়ে তৈরি) মুদ্রার সামনের দিকে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় প্রতীক রয়েছে। জাতীয় প্রতীকের নীচে ‘২০২৪’ চিহ্ন রয়েছে। মুদ্রার অপর দিকে রঙিন নকশা এবং সজ্জাসহ পিকিং অপেরার নারী চরিত্রের ছবি রয়েছে। এতে চীনা ভাষায় ‘চাইনিজ পিকিং অপেরা আর্ট’ এবং ‘৫ ইউয়ান’ লেখা খোদাই করা রয়েছে।

গোলাকার এ মুদ্রা ৬০ মিলিয়ন পিস তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ১২ ও ১৩ নভেম্বর নির্দিষ্ট ব্যাংকগুলো এ মুদ্রা সংরক্ষণ করবে এবং এরপর ১৯ থেকে ২৫ নভেম্বর এ মুদ্রা বিনিময় করা হবে।

এর আগেও চীনের কেন্দ্রীয় ব্যাংক চীনা পিকিং অপেরা শিল্পের স্মারক মুদ্রা প্রকাশ করেছিল।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া